Biology 2nd paper chapter 7
চলন ও অঙ্গচালনা নোট
2nd paper chapter 7 MCQ
মানব কঙ্কাল তন্ত্র Human Skeletal System
অক্ষীয় কঙ্কাল
উপাঙ্গীয় কঙ্কাল
অস্থি
নিরেট অস্থি
ল্যামেলি : অস্থির মাতৃকা কতকগুলো স্তরে সাজানো থাকে, এই স্তরগুলোকে ল্যামেলি বলে
ল্যাকুনি : অস্থির প্রতিটি ল্যামেলায় বিদ্যমান ক্ষুদ্র গহ্বরগুলোকে ল্যাকুনি বলে
ক্যানালিকুলি অস্থির প্রতিটি ল্যাকুনা থেকে চারদিকে যে সূক্ষ নালিকাগুলো বের হয় সেগুলোকে ক্যানালিকুলি বলে ।
তরুণাস্থি
পেশি টিস্যু Muscular Tissue
সারকোলেমা : পেশি কোষের কোষ ঝিল্লিকে সারকোলেমা বলে ।
সারকোপ্লাজম : পেশি কোষের সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বলে ।
মায়োফাইব্রিল : পেশি কোষের সাইটোপ্লাজমে অনুদৈঘ্যভাবে সমান্তরালে সজ্জিত সূক্ষ্ণ তন্তুগুলোকে মায়োফাইব্রিল বলে।
চলন(Locomotion) যে প্রক্রিয়ায় জীব তার নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে চলন বলে
# আমাদের কঙ্কালে অস্থির সংখ্যা কতটি ?
২০৬ টি
# অক্ষীয় কঙ্কালে কতটি অস্থি বিদ্যমান ?
৮০ টি
# উপাঙ্গীয় কঙ্কালে কতটি অস্থি বিদ্যমান ?
১২৬ টি
# অস্থির আবরণের নাম কি ?
পেরিঅস্টিয়াম
# তরুণাস্থির আবরণের নাম কি ?
পেরিকন্ড্রিয়াম
# অস্থি কোন ধরনের টিস্যু ?
কঙ্কাল যোজক টিস্যু
# অস্থির মধ্যে কি কি কোষ বিদ্যমান ?
অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট
# নিরেট অস্থির গাঠনিক একক এর নাম কি?
হ্যাভারসিয়ান তন্ত্র
# দেহের সবচেয়ে দীর্ঘ ও মজবুত অস্থির নাম কি ?
ফিমার
# দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থির নাম কি ?
স্টেপিস
# স্টেপিস কোথায় অবস্থিত ?
মধ্যকর্ণে
আরও দেখুন - 2nd paper chapter 11 Notes
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়