Vascular bundle in Bangla

 ভাস্কুলার বান্ডল  Vascular Bundle

 

1st paper chapter 8 MCQ

 

# ভাস্কুলার টিস্যু : 

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের দেহে পানি, খনিজ লবন এবং পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, তাই এই দুটি টিস্যুকে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু বলে।

# ভাস্কুলার বান্ডল :

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে।


ভাস্কুলার বান্ডল ৩ প্রকার - সংযুক্ত, অরীয় ও কেন্দ্রিক

সংযুক্ত ভাস্কুলার বান্ডল : 

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু যখন একই ব্যাসার্ধের মধ্যে সংযুক্ত অবস্থায় থাকে, তখন তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে

 # সংযুক্ত ভাস্কুলার বান্ডল দুই প্রকার - সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয় 

সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল : 

সংযুক্ত ভাস্কুলের বান্ডেলে যখন একপাশে জাইলেম ও একপাশে ফ্লোয়েম অবস্থান করে, তখন তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে 


সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল : 

সংযুক্ত ভাস্কুলার বান্ডলে যখন মাঝখানে জাইলেম এবং দুই পাশে ফ্লোয়েম অবস্থান করে তখন তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে 

# সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দুই প্রকার - সমপার্শ্বীয় মুক্ত ও সমপার্শ্বীয় বদ্ধ 

সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল : 

সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে যখন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তখন তাকে সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল বলে । 

সমপার্শ্বীয় মুক্ত ভাস্কুলার বান্ডল থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে এবং নগ্নবীজী উদ্ভিদের কান্ড

সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল : 

সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে যখন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম থাকেনা, তখন তাকে সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল বলে। 

সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডল থাকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডে 

অরীয় ভাস্কুলার বান্ডল : 

জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একত্রে বান্ডেল গঠন না করে যখন  পৃথক পৃথকভাবে বান্ডেল গঠন করে, তখন তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। 

অরীয় ভাস্কুলার বান্ডল থাকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। 

কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল : 

যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর যেকোনো একটি কেন্দ্রে থাকে এবং অপরটি তাকে বেষ্টন করে রাখে, তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। 

কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল থাকে টেরিডোফাইটায় 

কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দুই প্রকার -  

১/ হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক 

এর কেন্দ্রে জাইলেম থাকে এবং ফ্লোয়েম তাকে বেষ্টন করে রাখে

২/ লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক 

এর কেন্দ্রে ফ্লোয়েম থাকে এবং জাইলেম থাকে বেষ্টন করে রাখে রাখে






আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

vascular bundle, vascular bundle meaning, vascular bundle types, vascular bundle in stem, vascular bundle in pteris, vascular bundle in root, vascular bundle in leaf, vascular bundle in monocot stem, vascular bundle in dicot stem