Biology

# জীববিজ্ঞান  কী ?

# জীববিজ্ঞান কাকে বলে ? 

বিজ্ঞানের যে শাখায় জীব জগতের সকল জীব নিয়ে বিস্তারিত আলোচনা ও গবেষণা করা হয়, তাকে জীববিজ্ঞান বলে।

জীববিজ্ঞান ইংরেজি Biology 

 

 ভৌত জীববিজ্ঞান কাকে বলে

জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ভৌত জীববিজ্ঞান বলে। 

 

ফলিত জীববিজ্ঞান কাকে বলে

জীববিজ্ঞানের যে শাখায় জীবন-সংস্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ফলিত জীববিজ্ঞান বলে।

# Biology শব্দের প্রবর্তক কে ? 

Lamarck

 

Biology শব্দের প্রবর্তক ফরাসী দার্শনিক ল্যামার্ক । 

 

# কোন শব্দ থেকে Biology  শব্দের উৎপত্তি?

Biology শব্দের উৎপত্তি দুটি গ্রীক শব্দ bios ও logos থেকে। 

Bios অর্থ জীবন

Logos অর্থ জ্ঞান 

জীববিজ্ঞান এর জনক কে

 # জীববিজ্ঞানের জনক কে ?  

Aristotle

 

জীববিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক এরিস্টটল 

 

# জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা কি কি ? 

জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা হলো -  উদ্ভিদ বিজ্ঞান ও প্রানিবিজ্ঞান 


# উদ্ভিদ বিজ্ঞান কী ?

# উদ্ভিদ বিজ্ঞান কাকে বলে ?  

 জীববিজ্ঞানের যে শাখায় জীব জগতের সকল  উদ্ভিদ নিয়ে বিস্তারিত আলোচনা ও গবেষণা করা হয়, তাকে  উদ্ভিদ বিজ্ঞান বলে। 

উদ্ভিদ বিজ্ঞান ইংরেজি Botany বা Phytology 

 

# কোন শব্দ থেকে Botany শব্দের উৎপত্তি ?

Botany শব্দের উৎপত্তি গ্রীক শব্দ botane থেকে। 

botane অর্থ ঘাস 


# উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? 

theophrastus


উদ্ভিদ বিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক থিয়োফ্রাস্টাস 


# প্রানিবিজ্ঞান কী ?  

# প্রানিবিজ্ঞান কাকে বলে  ? 

 জীববিজ্ঞানের যে শাখায় জীব জগতের সকল প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা ও গবেষণা করা হয়, তাকে প্রানিবিজ্ঞান বলে। 

প্রানিবিজ্ঞান ইংরেজি Zoology 

 

# কোন শব্দ থেকে Zoology শব্দের উৎপত্তি? 

Zoology শব্দের উৎপত্তি দুটি গ্রীক শব্দ zoion ও logos থেকে 

Zoion অর্থ প্রানী

logos অর্থ জ্ঞান 


# প্রানিবিজ্ঞানের জনক কে ? 

প্রানিবিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক এরিস্টটল




আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall

#biologyhelpline