development of new Sporophyte

 স্পোরোফাইট কি ?

উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে স্পোরোফাইট বলে।


স্পোরোফাইট অর্থ কি ?

স্পোরোফাইট অর্থ রেনুধর উদ্ভিদ । স্পোরোফাইট উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয়। 


 স্পোরোফাটের প্রথম কোষ কোনটি ?

জাইগোট স্পোরোফাটের প্রথম কোষ ।


নিষেক : fertilization

পুং জনন কোষ শুক্রাণু এবং স্ত্রী জনন কোষ ডিম্বাণুর মিলনকে নিষেক বলে ।


দ্বিনিষেক : Double fertilization

প্রায় একই সময়ে দুটি পূং জনন কোষের একটি ডিম্বানুর সাথে এবং অপরটি গৌণ কেন্দ্রিকার এর সাথে মিলিত হওয়াকে দ্বিনিষেক বলে ।


 সস্য : Endosperm

গৌণ কেন্দ্রিক এর সাথে একটি পূর্ণ জনন কোষ মিলনের ফলে যে ট্রিপ্লয়েড কোষ সৃষ্টি হয় তাকে শস্য কোষ বলে। সস্য কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে টিস্যু সৃষ্টি হয় তাকে সস্যটিস্যু বলে ।

সস্য ট্রিপ্লয়েড অর্থাৎ এর কোষে ৩সেট ক্রোমোজোম বিদ্যমান ।

 

নতুন স্পোরোফাইট গঠন 

উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে স্পোরোফাইট বলে। স্পোরোফাইট উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয়। 

জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ ।

জাইগোটের প্রথম বিভাজনে দুইটি কোষ সৃষ্টি হয়- 

১/ ভিত্তি কোষ - ডিম্বকরন্ধ্র এর দিকে থাকে। এই কোষ বিভাজিত হয়ে ভ্রুন ধারক গঠিত হয়

২/ এপিক্যাল কোষ - ভ্রুনথলির কেন্দ্রের দিকে থাকে। এই কোষ বিভাজিত হয়ে ভ্রুন গঠিত হয় 


উদ্ভিদের ভ্রূণের তিনটি অংশ - ভ্রুণমূল, ভ্রুনকান্ড ও বীজপত্র

একবীজপত্রী উদ্ভিদের ভ্রুনে ১টি বীজপত্র থাকে ।

দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রুনে বীজপত্র থাকে 2 টি ।


নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। সেই বীজের ভিতরে থাকে ভ্রুন ও সস্য ।

বীজের অঙ্কুরোদগম এর ফলে ভ্রুন থেকে চারা সৃষ্টির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইট উদ্ভিদ সৃষ্টি হয় ।

 

 বিস্তারিত এই ভিডিওতে - 



 

আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelplin

 biology, Biology Helpline, sporophyte, development of new sporophyte, what is sporophyte, what is sporophyte and gametophyte, what is gametophyte, gametophyte and sporophyte, স্পোরোফাইট কি,স্পোরোফাইট, গ্যামেটোফাইট কি, স্পোরোফাইট কাকে বলে, স্পোরোফাইটের গঠন, স্পোরোফাইট উদ্ভিদ কি, স্পোরোফাইট অর্থ কি, স্পোরোফাইট ও গ্যামেটোফাইট, স্পোরোফাইট কী, স্পোরোফাইট উদ্ভিদ কাকে বলে, স্পোরোফাটের প্রথম কোষ কোনটি