Sporophyte and gametophyte

 

গ্যামেটোফাইট কি  

উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে গ্যামেটোফাইট বলে 

 

 গ্যামেটোফাইট শব্দের অর্থ কি  

গ্যামেটোফাইট অর্থ লিঙ্গধর উদ্ভিদ।

 

গ্যামেটোফাইট বলতে কী বোঝায় ? 

 গ্যামেটোফাইট বলতে হ্যাপ্লয়েড উদ্ভিদ বা উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বুঝায় । এই উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয়।

পুং গ্যামেটোফাইটে সৃষ্টি হয় পুং গ্যামেট বা শুক্রাণু ।

স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি হয় স্ত্রী গ্যামেট বা ডিম্বানু ।


গ্যামেটোফাইটের উৎপত্তি

গ্যামেটোফাইটের উৎপত্তি স্পোর বা রেনু থেকে ।


গ্যামেটোফাইটের প্রথম কোষ কি

স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।


পুং গ্যামেটোফাইটের উৎপত্তি 

পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হয় পরাগ রেনু থেকে। 


পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি

পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ ।


স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি 

 স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি স্ত্রী রেনু থেকে। 


স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কি

স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম স্ত্রী রেনু।


লিঙ্গধর কি 

লিঙ্গধর বা গ্যামেটোফাইট হলো উদ্ভিদের হ্যাপ্লয়েড দশা যার মধ্যে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। 


লিঙ্গধর উদ্ভিদ কাকে বলে

যে হ্যাপ্লয়েড উদ্ভিদে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়, তাকে গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ বলে ।

 

স্পোরোফাইট কি ? 

 উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে স্পোরোফাইট বলে।

 

স্পোরোফাইট শব্দের অর্থ কি 

স্পোরোফাইট শব্দের অর্থ রেনুধর উদ্ভিদ ।


স্পোরোফাইট বলতে কী বোঝায় ? 

 স্পোরোফাইট বলতে ডিপ্লয়েড উদ্ভিদ বা উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বুঝায় । এই উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয়।


 স্পোরোফাইট এর কাজ কি 

স্পোরোফাইট এর কাজ স্পোর উৎপাদন করা। স্পোরোফাইট উদ্ভিদে মূল, কান্ড, পাতা সৃষ্টি হয় ।


স্পোরোফাইটিক উদ্ভিদ কি 

যে ডিপ্লয়েড উদ্ভিদে স্পোর উৎপন্ন হয়, তাই স্পোরোফাইটিক উদ্ভিদ। 


স্পোরোফাইটের প্রথম কোষ কি ? 

স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট ।

 

রেনুধর কি 

রেনুধর বা স্পোরোফাইট হলো উদ্ভিদের ডিপ্লয়েড দশা যার মধ্যে হ্যাপ্লয়েড রেনু বা স্পোর উৎপন্ন হয়। 


 রেনুধর উদ্ভিদ কাকে বলে 

 যে ডিপ্লয়েড উদ্ভিদে হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন হয়, তাকে স্পোরোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ বলে । 


স্পোর কি  

স্পোর হলো বংশবিস্তারের মাধ্যম । একটি স্পোর অপর একটি স্পোরের সাথে মিলন ছাড়াই নতুন জীবদেহ সৃষ্টি করে।

 

 স্পোর অর্থ কি 

 স্পোর অর্থ রেনু ।

 

 হ্যাপ্লয়েড স্পোর কি  

স্পোর একটি কোষ । এর নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে । তাই একে হ্যাপ্লয়েড স্পোর বলে ।

 

স্পোর উৎপাদন  

স্পোর মাতৃকোষ থেকে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয় ।


স্পোরাঞ্জিয়াম কি  

যে অঙ্গে স্পোর উৎপন্ন হয়, তাকে স্পোরাঞ্জিয়াম বলে ।


মাইক্রোস্পোরাঞ্জিয়াম কি  

 যে অঙ্গে পুং রেনু বা পরাগরেণু উৎপন্ন হয় তাকে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম বলে। 

সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোরাঞ্জিয়াম হলো পরাগথলি ।


মেগাস্পোরাঞ্জিয়াম কি 

যে অঙ্গে মেগাস্পোর বা স্ত্রী রেনু  উৎপন্ন হয়, তাকে মেগাস্পোরাঞ্জিয়াম বলে ।

 সপুষ্পক উদ্ভিদের মেগাস্পোরাঞ্জিয়াম হলো ডিম্বক । 


সোরাস কি 

 স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে ।

 

স্পোরোফিল কি 

স্পোরাঞ্জিয়াম কে যে ধারন করে, তাকে স্পোরোফিল বলে । 


মাইক্রোস্পোরোফিল কি 

 মাইক্রোস্পোরাঞ্জিয়ামকে যে ধারন করে, তাকে মাইক্রোস্পোরোফিল বলে ।

 সপুষ্পক উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল হলো পরাগধানী ।


মেগাস্পোরোফিল কি 

মেগাস্পোরাঞ্জিয়ামকে যে ধারন করে, তাকে মেগাস্পোরোফিল বলে ।

সপুষ্পক উদ্ভিদের মেগাস্পোরোফিল হলো গর্ভাশয় ।

 

সমরেনুপ্রসূ কি 

স্পোরোফাইট উদ্ভিদে উৎপন্ন স্পোরগুলো আকার আকৃতিতে এক‌ই রকম হলে, তাকে Homosporous বা

 সমরেনুপ্রসূ বলে ।


স্পোরোফাইট সমরেনুপ্রসূ বলতে কি বোঝায় 

স্পোরোফাইট সমরেনুপ্রসূ বলতে বোঝায় এই উদ্ভিদের সকল স্পোর বা রেনু এক‌ই আকৃতির । যেমন- ফার্ন

 

অসমরেনুপ্রসূ কি 

স্পোরোফাইট উদ্ভিদে যখন ছোট মাইক্রোস্পোর এবং বড় মেগাস্পোর উৎপন্ন হয়, তখন তাকে Heterosporous বা অসমরেনুপ্রসূ বলে। 

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদগুলো অসমরেনুপ্রসূ বা  Heterosporous.


স্পোরোফাইট অসমরেনুপ্রসূ বলতে কি বোঝায় 

 স্পোরোফাইট অসমরেনুপ্রসূ বলতে বোঝায় এই উদ্ভিদে ছোট মাইক্রোস্পোর এবং বড় মেগাস্পোর উৎপন্ন হয়।


স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে 

 স্পোরোফাইটিক উদ্ভিদের পরাগধানীর পরাগথলিতে এবং গর্ভাশয়ের ডিম্বকে  মিয়োসিস ঘটে ।

 

গ্যামেটোফাইট ও স্পোরোফাইটের পার্থক্য 

* গ্যামেটোফাইটে গ্যামেট উৎপন্ন হয় আর স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয় । 

*  গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড আর স্পোরোফাইট ডিপ্লয়েড ।

* গ্যামেটোফাইটের প্রথম কোষ স্পোর আর স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট ।


জনুক্রম কি  

কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে ।

 

জনুক্রম ইংরেজি কি

জনুক্রম ইংরেজি Alternation of generations.


হেটারোমরফিক জনুক্রম বলতে কি বুঝায়

জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা আকার আকৃতিতে ভিন্ন রকম হলে, তাকে Heteromorphic জনুক্রম বলে ।


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Fb Profile :  Classical Homeo Hall
#biologyhelpline