জিনতত্ত্ব Genetics
বংশগতি : Heredity
পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে।
বংশগতিবস্তু : Hereditary material
যেসব বস্তুর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, সেগুলোকে বংশগতি বস্তু বলে। যেমন - DNA, RNA, জিন, ক্রোমোজোম
বংশগতিবিদ্যা : Genetics
জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্বন্ধে বিশদ আলোচন ও গবেষনা করা হয়, তাকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বলে ।
বংশগতিবিদ্যার জনক কে ?
গ্রেগর জোহান মেন্ডেল
দিমিত্রি মেন্ডেলিফ কে ?
পর্যায় সারনির জনক
জিন :
জীবের সকল প্রকাশিত ও অপ্রকাশিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারি একককে জিন বলে।
জিনোম
জীবের হ্যাপ্লয়েড কোষের এক সেট ক্রোমোজোমে বিদ্যমান জিনির সমষ্টিকে জিনোম বলে ।
মেন্ডেল জিনকে কি নামে প্রকাশ করেছিলেন ?
ফ্যাক্টর
লোকাস :
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে
অ্যালিল :
হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারী জিনদ্বয়ের একটিকে অপরটির অ্যালিল বলে।
হোমোজাইগাস
নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুটি সমধর্মি হলে, তাকে হোমো জাইগাস বলে।
যেমন - TT , tt
বিশুদ্ধ জীব
হোমোজাইগাস অবস্থায় জীবকে বিশুদ্ধ জীব বলে।
যেমন - বিশুদ্ধ লম্বা ( TT ), বিশুদ্ধ খাটো ( tt )
হেটারোজাইগাস
জীবের কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুটি বিপরীত ধর্মী হলে, তাকে হেটারোজাইগাস বলে।
যেমন - Tt
সংকর জীব
হেটারোজাইগাস অবস্থায় জীবকে সংকর জীব বলে ।
যেমন - সংকর লম্বা ( Tt )
প্রকট বৈশিষ্ট্য
হেটারোজাইগাস অবস্থায় জীবের যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।
প্রকট জিন
প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রকট জিন বলে।
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
হেটারোজাইগাস অবস্থায় জীবের যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
প্রচ্ছন্ন জিন
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারী জিনকে প্রচ্ছন্ন জিন বলে।
ফিনোটাইপ
জীবের যেকোন প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে ।
জিনোটাইপ
জীবের যেকোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে জিনোটাইপ বলে ।
প্যারেন্টাল জেনারেশান
সংকরায়নের সময় যাদের মধ্যে মিলন ঘটানো হয়, তাদেরকে পিতা-মাতা বা প্যারেন্টাল জেনারেশন বলে ।
অপত্য বংশ
সংকরায়নের সময় পিতা মাতার মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হয়, তাকে অপত্য বংশ বা ফিলিয়াল জেনারেশন বলে ।
মনোহাইব্রিড ক্রস
এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে যে সংকরায়ন করা হয় তাকে, এক সংকর ক্রস বা মনো হাইব্রিড ক্রস বলে।
মনো হাইব্রিড ক্রস এর ফলাফল প্রকাশ করা হয় মেন্ডেলের প্রথম সূত্রের সাহায্যে ।
ডাইহাইব্রিড ক্রস
দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে যে সংকরায়ন করা হয় তাকে দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস বলে।
ডাই হাইব্রিড ক্রসের ফলাফল প্রকাশ করা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্রের সাহায্য ।
ব্যাক ক্রস
অপত্য বংশের সাথে তার পিতৃ বা মাতৃ বংশীয় যেকোন জীবের সংকরায়ন করাকে ব্যাক ক্রস বলে।
টেস্ট ক্রস
কোন জীব বিশুদ্ধ না সংকর তা জানার জন্য তার সাথে তার পিতৃ বা মাতৃ বংশীয় হোমো জাইগাস প্রচ্ছন্ন জীবের সংকরায়ন করাকে টেস্ট ক্রস বলে ।
জিনতত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা এই ভিডিওতে -
Biology 2nd paper chapter 11 Notes
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়