backcross and test cross

 

প্যারেন্টাল জেনারেশান 

সংকরায়নের সময় যাদের মধ্যে মিলন ঘটানো হয়, তাদেরকে পিতা-মাতা বা প্যারেন্টাল জেনারেশন বলে ।


অপত্য বংশ 

সংকরায়নের সময় পিতা মাতার মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হয়, তাকে অপত্য বংশ বা ফিলিয়াল জেনারেশন বলে ।

 

হোমোজাইগাস 

নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক  জিন দুটি সমধর্মি হলে, তাকে হোমো জাইগাস বলে। 

যেমন - TT , tt


বিশুদ্ধ জীব 

হোমোজাইগাস অবস্থায় জীবকে বিশুদ্ধ জীব বলে। 

যেমন - বিশুদ্ধ লম্বা ( TT ), বিশুদ্ধ খাটো ( tt )


হেটারোজাইগাস 

জীবের কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিলিক জিন দুটি বিপরীত ধর্মী হলে, তাকে হেটারোজাইগাস বলে। 

যেমন - Tt


সংকর জীব 

হেটারোজাইগাস অবস্থায় জীবকে সংকর জীব বলে । 

যেমন - সংকর লম্বা ( Tt )


ব্যাক ক্রস : Backcross

অপত্য বংশের সাথে তার পিতৃ বা মাতৃ বংশীয় যেকোন জীবের  সংকরায়ন করাকে ব্যাক ক্রস বলে।


টেস্ট ক্রস : Test cross

কোন জীব বিশুদ্ধ না সংকর তা জানার জন্য তার সাথে তার পিতৃ বা মাতৃ বংশীয় হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সংকরায়ন করাকে টেস্ট ক্রস বলে । টেস্ট ক্রস‌ও এক প্রকার ব্যাক ক্রস।

 

 # সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন

ব্যাক ক্রস পিতৃ-মাতৃ বংশীয় যেকোন জিনোটাইপের সাথে হতে পারে। কিন্তু সব ব্যাক ক্রস‌ই টেস্ট ক্রস নয়। কারন টেস্ট ক্রস হয় শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন‌ জীবের সাথে


# ব্যাক ক্রস টেস্ট ক্রস এর মধ্যে পার্থক্য

 ১/ ব্যাক ক্রস পিতৃ-মাতৃ বংশীয় যেকোন জিনোটাইপের সাথে হতে পারে। কিন্তু টেস্ট ক্রস হয় শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন‌ জীবের সাথে

 ২/ ব্যাক ক্রস দ্বারা জীবের বিশুদ্ধতা পরীক্ষা করা যায় না। কিন্তু টেস্ট ক্রস দ্বারা কোন জীব বিশুদ্ধ না সংকর তা জানা যায়। 


 # টেস্ট ক্রস এর অনুপাত কত ? 

টেস্ট ক্রস এর অনুপাত- ১:১  


কিভাবে ? 

তা বিস্তারিত দেখুন এই ভিডিওতে



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Fb Profile :  Classical Homeo Hall

#biologyhelpline

 Biology Helpline,back cross,back cross and test cross,back cross vs test cross,backcross and testcross difference,test cross,test cross and back cross,test cross and backcross,test cross and backcross difference,test cross and backcross in bangla,what is test cross,টেস্ট ক্রস ও ব্যাক ক্রস,test cross and backcross in bengali,back cross test cross,test cross class 12,backcross,test cross back cross,test cross genetics,টেস্ট ক্রস