SSC 2025
Biology MCQ
1. জরায়ুর অন্তর্গাত্রে সংযুক্ত হয় -
ক) মরুলা
খ) জাইগোট
গ) ব্লাস্টোসিস্ট
ঘ) গ্যাস্ট্রুলা
2. আম্বিলিকাল রজ্জু কোথায় ?
ক) বৃক্ক ও মূত্রথলির মাঝে
খ) হৃৎপিণ্ড ও ফুসফুসের মাঝে
গ) গর্ভাশয় ও ডিম্বকের মাঝে
ঘ) ভ্রুন ও গর্ভফুলের মাঝে
3. যে ধাতুর অভাবে পাতা হলুদ হয় -
i) পটাশিয়াম ii) ক্যালসিয়াম iii) ম্যাগনেসিয়াম
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. আমাদের ট্রাকিয়ায় আছে যে আবরনী টিস্যু -
i) ট্রানজিশনাল ii) সিলিয়াযুক্ত iii) সিউডোস্ট্র্যাটিফাইড
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. নাইট্রোজেনগঠিত উপাদান -
i) ক্লোরোফিল ii) ইউরিয়া iii) গুয়ানিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. লিউকোসাইটে উৎপন্ন হয় -
i) থ্রম্বোপ্লাস্টিন ii) হেপারিন iii) হিস্টামিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. লৌহজাত যৌগ -
i) গ্লাইকোজেন ii) হিমোগ্লোবিন iii) সাইটোক্রোম
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. শিমুল ফুল -
i) মোটামুটি বড় ii) পতঙ্গ পরাগী iii) পর পরাগী
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. মায়োফাইব্রিল বিদ্যমান আমাদের -
i) পাকস্থলীতে ii) হৃৎপিণ্ডে iii) পায়ে
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. ডিম্বকে সৃষ্টি হয় না -
ক) অ্যামনিয়ন
খ) সিনারজিড
গ) নিউসেলাস
ঘ) এগ এপারেটাস
11. বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছোট কোষ -
ক) নিউট্রোফিল
খ) বেসোফিল
গ) মনোসাইট
ঘ) লিম্ফোসাইট
12. ক্যালোজ জমা হয় কোন টিস্যুতে ?
ক) কোলেনকাইমা
খ) অ্যারেনকাইমা
গ) ফ্লোয়েম
ঘ) জাইলেম
13. এক কোষী প্রানী -
i) Entamoeba ii) Amoeba iii) Paramecium
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. আমাদের দেহে পরিপাক হয় না -
i) রাফেজ ii) ভিটামিন iii) গ্লুকোজ
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. বংশধর সৃষ্টিতে ভূমিকা রাখে -
i) সুপ্রারেনাল ii) পিটুইটারি iii) থাইরয়েড
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. সুকেন্দ্রিক কোষে উৎপন্ন প্রোটিন প্রথমে কোথায় জমা হয় ?
ক) রাইবোজোম
খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
গ) নিউক্লিয়ার রেটিকুলাম
ঘ) গলজি বস্তু
17. অসংখ্য অ্যামিনো এসিডের সমন্বয়ে গঠিত -
i) মায়োসিন ii) গ্লোবিওলিন iii) প্রোথ্রম্বিন
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. মশা দমন কৌশল নিয়ে আলোচনা হয় কোন শাখায় ?
ক) Anatomy
খ) Embryology
গ) Entomology
ঘ) Physiology
19. মাইক্রো স্পোরাঞ্জিয়াম হলো -
ক) ডিম্বক
খ) গর্ভাশয়
গ) পরাগথলি
ঘ) নিউসেলাস
20. উদ্ভিদে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় -
i) শুক্রানু ii) স্ত্রীরেনু iii) পরাগরেণু
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. ডিপ্লয়েড কোনটি -
i) জেনারেটিভ কোষ ii) এপিক্যাল কোষ iii) সেকেন্ডারী নিউক্লিয়াস
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. যুবতী মেয়েদের দেহে হয় -
i) ক্রেবস চক্র ii) ঋতুস্রাব চক্র iii) কার্ডিয়াক চক্র
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. কোনটির মস্তিষ্ক দেহের অনুপাতে বড় ?
ক) Hominidae
খ) Primate
গ) Homo
ঘ) Chordata
24. C4 উদ্ভিদে হয় -
i) ক্যালভিন চক্র ii) ক্রেবস চক্র iii) হ্যাচ ও স্ল্যাক চক্র
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. সাসপেন্সর সৃষ্টি হয় কোন কোষ থেকে ?
ক) স্ত্রীরেনু কোষ
খ) প্রতিপাদ কোষ
গ) সহকারী কোষ
ঘ) ভিত্তি কোষ
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
#biologyhelpline
ssc biology mcq questions, ssc biology mcq solve, ssc biology mcq solution, ssc biology mcq ans, biology mcq for ssc,