SSC Biology chapter 12


SSC Biology chapter 12

জীবের বংশগতি ও বিবর্তন নোট


জীবের বংশগতি :


# বংশগতি : Heredity 

পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে।


# বংশগতিবস্তু : Hereditary material 

যেসব বস্তুর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, সেগুলোকে বংশগতি বস্তু বলে। যেমন - DNA, RNA, জিন, ক্রোমোজোম


# বংশগতিবিদ্যা : Genetics 

জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্বন্ধে বিশদ আলোচন ও গবেষনা করা হয়, তাকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বলে ।


# বংশগতিবিদ্যার জনক কে ?

গ্রেগর জোহান মেন্ডেল


ক্রোমোজোম : 

বংশগতির ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম

বিজ্ঞানী Strasburger ক্রোমোজোম আবিষ্কার করেন 1875 সালে 

জীব কোষে ২টি থেকে ১৬০০ টি পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে


DNA

বংশগতির রাসায়নিক ভিত্তি হলো ডিএনএ

# DNA এর পূর্ন রূপDeoxyribo Nucleic Acid 


ডাবল হেলিক্স মডেল

ডিএনএ অনুর গঠন সম্পর্কিত ডাবল হেলিক্স মডেল উপস্থাপন করেন মার্কিন বিজ্ঞানী Watson এবং   ইংরেজ বিজ্ঞানী Crick 1953 সালে 

তারা নোবেল পুরস্কার লাভ করেন 1962 সালে

ডিএনএ অণু দুই সূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন 

অসংখ্য নিউক্লিওটাইড একটির পর একটি যুক্ত হয়ে যে লম্বা শিকল গঠিত হয় তাকে পলিপেপটাইড হয়

একটি নিউক্লিওটাইড এর তিনটি অংশ - পাঁচ কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত ক্ষারক ও ফসফেট 

নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো দুই ধরনের 

১/ পিউরিন 

২/ পাইরিমিডিন 

পিউরিন ক্ষারক দুইটি - অ্যাডেনিন ও গুয়ানিন

পাইরিমিডিন ক্ষারক দুইটি - থাইমিন ও সাইটোসিন 

এক সূত্রকের অ্যাডেনিন অপর সূত্রকের থাইমিন এর সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় 

এক সূত্রকের গুয়ানিন অপর সূত্রকের সাইটোসিন এর সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় 

অর্থাৎ একটি পিউরিন ও একটি পাইরিমিডিন এর মাঝে সব সময় হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় 

ডিএনএ অনুর প্রতিটি পূর্ণ ঘূর্ণন এর দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম 

 নিউক্লিওটাইডের মাঝে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম 

ডিএনএ ডাবল হেলিক্স এর ব্যাস 20 অ্যাংস্ট্রম


বিস্তারিত এই ভিডিওতে ....


RNA 

# RNA  এর পূর্ন রূপ Ribonucleic Acid 

আরএনএ এক সূত্রক। অর্থাৎ একটি মাত্র পলিনিউক্লিওটাইড নিয়ে গঠিত 

আরএনএ অণুতে নাইট্রোজেনঘটিত ক্ষারক থাইমিন এর পরিবর্তে ইউরাসিল থাকে


জিন : Gene 

জীবের সকল প্রকাশিত ও  অপ্রকাশিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে। 

জিন হল ডিএনএ অনুর নির্দিষ্ট অংশ যা একটি পলিপেপটাইড চেইন তৈরীর সংকেত ধারণ করে 

ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে 

জিনগুলো ক্রোমোজোমের ডিএনএর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে 

গ্রেগর জোহান মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে প্রকাশ করেছিলেন 

জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল 


DNA অনুলিপন 

একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ সৃষ্টির প্রক্রিয়া কে ডিএনএ অনুলিপন বলে


DNA Test 

PCR এর পূর্ণ রূপ Polymerase Chain Reaction 


মানুষের লিঙ্গ নির্ধারণ 

মানুষের প্রতিটি কোষ ডিপ্লয়েড। অর্থাৎ এদের মধ্যে দুই সেট  বা ২৩ জোড়া ক্রোমোজোম বিদ্যমান

এর মধ্যে অটোজোম ২২ জোড়া এবং সেক্স ক্রোমোজোম ১ জোড়া 

 জনন কোষ শুক্রাণু এবং ডিম্বানু হ্যাপ্লয়েড। অর্থাৎ এদের মধ্যে এক সেট ২৩ টি ক্রোমোজোম বিদ্যমান। এর মধ্যে ২২টি অটোজোম এবং ১টি সেক্স ক্রোমোজোম। 

অর্ধেক সংখ্যক শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম থাকে X 

বাকি অর্ধেক শুক্রাণুতে থাকে Y 

কিন্তু সকল ডিম্বানুতে সেক্স ক্রোমোজোম X 

X বিশিষ্ট শুক্রাণু ডিম্বানুর সাথে মিলিত হলে সন্তানের সেক্স ক্রোমোজোম হয় XX . এই সন্তান হয় মেয়ে 

Y বিশিষ্ট শুক্রাণু ডিম্বানুর সাথে মিলিত হলে সন্তানের সেক্স ক্রোমোজোম হয় XY . এই সন্তান হয় ছেলে  


বিস্তারিত এই ভিডিওতে -


জেনেটিক ডিসঅর্ডার 

ক্রোমোজোম এর মাধ্যমে যে সকল রোগ পিতা-মাতা থেকে সন্তানের দেহে সঞ্চারিত হয় সে গুলোকে বলা হয় বংশগত রোগ বা জেনেটিক ডিসঅর্ডার। 

জেনেটিক ডিসঅর্ডার দুই প্রকার - 

১/ অটোজোমাল ডিসঅর্ডার 

২/ সেক্স লিংকড ডিসঅর্ডার

যেসকল বংশগত রোগ অটোজোমের মাধ্যমে পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে সঞ্চারিত হয়, সেগুলোকে বলা হয় অটোজোমাল ডিস‌অর্ডার। যেমন - থ্যালাসেমিয়া 

যেসকল বংশগত রোগ সেক্স ক্রোমোজোম এর মাধ্যমে পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে সঞ্চারিত হয়, সেগুলোকে বলা হয় সেক্স লিংকড ডিস‌অর্ডার। যেমন - বর্নান্ধতা, হিমোফিলিয়া 


বর্ণান্ধতা : Colour blindness 

রং সঠিকভাবে চিনতে পারে না। 

লাল-সবুজ বর্নান্ধতায় রোগী লাল ও সবুজ পার্থক্য করতে পারে না। এটি সর্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। 


থ্যালাসেমিয়া 

লোহিত রক্ত কণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। এতে ত্রুটিপূর্ণ লোহিত কণিকা সৃষ্টি হয়। 

লোহিত রক্ত কণিকায় দুই ধরনের প্রোটিন থাকে - 

১/ আলফা গ্লোবিউলিন 

২/ বিটা গ্লোবিউলিন 

আলফা গ্লোবিউলিন  তৈরির জিন অনুপস্থিত থাকলে বা ত্রুটিপূর্ণ হলে আলফা থ্যালাসেমিয়া হয়।  

বিটা গ্লোবিউলিন  তৈরির জিন অনুপস্থিত থাকলে বা ত্রুটিপূর্ণ হলে বিটা থ্যালাসেমিয়া হয়। 

 বিজ্ঞানী রবার্ট কুলির নাম অনুসারে বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় কুলির থ্যালাসেমিয়া 


থ্যালাসেমিয়া মেজর :

 থ্যালাসেমিয়া রোগী তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন লাভ করলে তার থ্যালাসেমিয়াকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর 


থ্যালাসেমিয়া মাইনর : 

থ্যালাসেমিয়া রোগী তার বাবা অথবা মা যেকোন এক জনের কাছ থেকে থ্যালাসেমিয়া জিন লাভ করলে তার থ্যালাসেমিয়াকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনর


জৈব বিবর্তন তত্ত্ব : 


বিবর্তনের আধুনিক সংজ্ঞা : 

বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির এলিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন
 

ডারউইনবাদ

ইংরেজ প্রকৃতিবিদ রবার্ট ডারউইনের বক্তব্যকে বলা হয় ডারউইনিজম বা ডারউইনবাদ। 

ডারউইনের মতবাদ - প্রাকৃতিক নির্বাচন মতবাদ 

অভিযোজন : Adaptation 


প্রকৃত কোষের ক্রোমোজোম কী দ্বারা গঠিত ?

DNA, RNA ও প্রোটিন দ্বারা 


# লোকাস কাকে বলে ?

ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে ।






আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

Biology Helpline,DNA double helix Bangla,Double helix model of DNA,Genetic material DNA,Heredity and Genetic material in Bengali,biology,dna,dna double helix bangla,dna model,dna structure,dna structure and function,dna structure bangla,dna structure model,double helix model bangla,function of dna,genetics,heredity and genetics in bangla,structure of dna,what is dna