biology helpline

জমজ বাচ্চা হয় কিভাবে ?

মহিলাদের প্রতি মাসিক রজ:চক্রে সাধারণত ডিম্বাশয় থেকে একটি ডিম্বানু বের হয়। এই ডিম্বানুর সাথে পুরুষের একটি শুক্রাণু মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়। এরপর জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সাধারণত একটি বাচ্চা জন্ম লাভ করে।

তবে কখনো এর ব্যতিক্রম ঘটনাও ঘটে। তখনই জমজ শিশু জন্ম লাভ করে।

দুই ধরনের জমজ দেখা যায়। যথা -

1. Identical twins :

কোন মহিলার মাসিক রজ:চক্রে ডিম্বাশয় থেকে একটি ডিম্বানু বের হয়, ডিম্বানুটি একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোটৈ পরিনত হয়। কিন্তু জাইগোটের বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলো এক অদৃশ্য ইশারায় পরষ্পর থেকে পৃথক হয়ে যায়। তারা পৃথকভাবে বিভাজিত হ‌ইতে থাকে। ফলে দুইটি বাচ্চা জন্ম লাভ করে।

এই বাচ্চাগুলো এক‌ই জাইগোট থেকে হ‌ওয়ার কারণে এদের লিঙ্গ অবশ্যই এক‌ই রকম হয় অর্থাৎ হয় দুই জন‌ই মেয়ে হয়, না হয় দুই জন‌ই ছেলে হয়। এদের চেহারাও এক‌ই রকম হয়।

biology helpline

2. Nonidentical twins :

কোন মহিলার মাসিক রজ:চক্রে যদি ডিম্বাশয় থেকে একাধিক ডিম্বানু বের হয়, তখন প্রতিটি ডিম্বানুই শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোটৈ পরিনত হয়। প্রতিটি জাইগোট‌ই আলাদা আলাদা ভাবে বিভাজিত হয়ে এক একটি বাচ্চা জন্ম লাভ করে।

প্রতিটি বাচ্চা যেহেতু ভিন্ন ভিন্ন জাইগোট থেকে হয়, তাই তাদের লিঙ্গ এক‌ই রকম অথবা ভিন্ন রকম হতে পারে। তবে এক‌ই লিঙ্গের হলেও তাদের চেহারা এক‌ই রকম হয় না।



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

how twin baby is formed, how twin babies are formed, how twin baby conceive, how twin babies grow in the womb, how twin baby happen, how twin baby produce, how twins baby, how twin babies are made, how twins are formed, how twins happen, how twins are made, how twins are produced, how twins develop in the womb,