Biology 1st paper Chapter 9
উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ
Biology 1st paper chapter 9 Note
1. সাইটোক্রোম এফ থেকে ইলেকট্রন গ্রহণ করে-
ক) ফেরিডক্সিন
খ) প্লাস্টোসায়ানিন
গ) প্লাস্টোকুইনন
ঘ) ফিয়োফাইটিন
2. কোষে যা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় -
i) আমিষ ii) চর্বি iii) জৈব এসিড
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. শক্তি রূপান্তরের অঙ্গানু -
i) রাইবোজোম ii) মাইটোকন্ড্রিয়া iii) ক্লোরোপ্লাস্ট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. ইক্ষু উদ্ভিদে হয় -
i) ক্রেবস চক্র ii) ক্যালভিন চক্র iii) হ্যাচ ও স্ল্যাক চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় -
i) অক্সিজেন ii) গ্লুকোজ iii) বিজারিত NADP
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় কোন অঙ্গানুতে ?
ক) গলজি বস্ত্ত
খ) ক্লোরোপ্লাষ্ট
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) সেন্ট্রোজোম
7. সালোকসংশ্লেষন ও শ্বসন উভয়টিকে প্রভাবিত করে -
i) আলো ii) কার্বন ডাই অক্সাইড iii) অক্সিজেন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়টিতে আছে -
i) রাইবোজোম ii) সাইটোক্রোম iii) DNA
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. গ্লুকোজ যার অংশ নয় -
i) আলোক নির্ভর পর্যায় ii) ক্যালভিন চক্র iii) ক্রেবস চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. ক্যালভিন চক্রের অংশ -
i) রাইবুলোজ 5 ফসফেট ii) গ্লুকোজ iii) জাইলোলোজ 5 ফসফেট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. ভুট্টা উদ্ভিদে আছে -
i) ক্রাঞ্জ এনাটমি ii) গ্রানাবিহীন ক্লোরোপ্লাষ্ট iii) ক্যাসপেরিয়ান স্ট্রিপ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. ফটোসিনথ্যাসিস এর by product -
i) পানি ii) গ্লুকোজ iii) অক্সিজেন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. বান্ডলসীথ কোষে প্রবেশ করে কোনটি ?
ক) অক্সালিক এসিড
খ) ম্যালিক এসিড
গ) পাইরুভিক এসিড
ঘ) কিটো এসিড
14. ক্লোরোপ্লাস্টের গ্রানায় হয় -
i) ফটোঅ্যাকটিভেশান ii) ফটোরেসপিরেশান iii) ফটোলাইসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. ফসফোরাইলেশন হয় -
i) সাইটোসলে ii) মাইটোকন্ড্রিয়ায় iii) ক্লোরোপ্লাস্টে
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. ডাইকার্বোক্সিলিক চক্র কোনটি ?
ক) ক্যালভিন চক্র
খ) হ্যাচ ও স্ল্যাক চক্র
গ) ক্রেবস চক্র
ঘ) সাইট্রিক এসিড চক্র
17. মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় -
i) ক্রেবস চক্র ii) সাইট্রিক এসিড চক্র iii) ট্রাই কার্বক্সিলিক এসিড চক্র
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. শ্বসনের কোন ধাপে অক্সিজেন প্রয়োজন হয় ?
ক) গ্লাইকোলাইসিস
খ) অ্যাসাটাইল কো এ সৃষ্টি
গ) ক্রেবস চক্র
ঘ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
19. অ্যান্টেনা পিগমেন্ট -
i) ক্লোরোফিল-b ii) ক্যারোটিনয়েড iii) ফাইকোবিলিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
20. চক্রীয় ফটোফসফোরাইলেশানে অংশ নেয় -
i) PS 1 ii) PC iii) PS 2
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
21. ক্রোমাটোফোর বিদ্যমান যার মধ্যে -
i) বাদামি শৈবাল ii) লোহিত শৈবাল iii) নীলাভ সবুজ শৈবাল
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
22. সালোকসংশ্লেষণ হয় যে টিস্যুতে -
i) মেসোফিল ii) প্যারেনকাইমা iii) ক্লোরেনকাইমা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. একটি কোষে কতটি গ্রানা বিদ্যমান -
ক) ১০ - ৪০
খ) ১০ - ১০০
গ) ৪০ - ৬০
ঘ) ১২০ - ১৬০
24. ক্লোরোফিলে আছে -
i) অক্সিজেন ii) নাইট্রোজেন iii) ম্যাগনেশিয়াম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
25. আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল কোনটি ?
ক) ক্রিস্টি
খ) স্ট্রোমা
গ) মাইক্রোভিলাই
ঘ) থাইলাকয়েড
আরও দেখুন. 1st paper Chapter 11 MCQ
প্রথমে নিজে উত্তর দাও । তারপর
এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও