special mcq on biology 1st paper chapter 11

 Biology 1st paper Chapter 11

জীবপ্রযুক্তি MCQ

 

Biology 1st paper chapter 11 Note


 1. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক -
ক) দিমিত্রি মেন্ডেলিফ
খ) কার্ল এরেকি
গ) পল বার্গ
ঘ) জোহান মেন্ডেল

2. পলিপ্যাপটাইড নিয়ে গঠিত -

 i) ইনসুলিন    ii) ইন্টারফেরন    iii) এন্টিবডি

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


3. সোমাটোস্ট্যাটিন কোন চিকিৎসায় ব্যবহৃত হয় ? -
ক) ক্যান্সার
খ) হৃদরোগ
গ) বামনত্ব
ঘ) জলাতঙ্ক


4. সাইব্রিড কিসের ফল ? -
ক) মেরিস্টেম কালচার
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) প্রোটোপ্লাস্ট ফিউশন
ঘ) জিন ক্লোনিং


5. জিনের সংখ্যা বৃদ্ধিকে বলা হয় -
ক) জিনোম
খ) জিনোটাইপ
গ) জিন ক্লোনিং
ঘ) জিন থ্যারাপি


6. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া-

 i) Escherichia coli     ii) Vibrio cholerae     iii) Xanthomonas oryzae

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


7. এরিথ্রোপোয়েটিন কোথায় তৈরি হয় ?
ক) বৃক্ক
খ) ফুসফুস
গ) বোনম্যারো
ঘ) হৃৎপিণ্ড


8. প্লাজমিড কে আবিষ্কার করেন  ?
ক) নিরেনবার্গ
খ) ল্যাডারবার্গ
গ) হ্যাবারল্যান্ড
ঘ) লিন্ডারম্যান


9. তোষা পাটের জিনোমে কত কোটি বেস পেয়ার বিদ্যমান ?
ক) ৮০
খ) ১০০
গ) ১২০
ঘ) ২১০


10. গ্রাইফসেট সবচেয়ে কার্যকরী -
ক) ইনসেক্টিসাইড
খ) হার্বিসাইড
গ) পেস্টিসাইড
ঘ) সার


11. ইনসুলিনে আছে -

 i) দুটি পলিনিউক্লিওটাইড     ii) ডাইসালফাইড বন্ড     iii) ৫১ টি অ্যামিনো এসিড

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


12. একটি ব্যাকটেরিয়ায় কত অনু ইনসুলিন তৈরি হয় ?
ক) ১০ লক্ষ
খ) ৫০ লক্ষ
গ) ১২ কোটি
ঘ) ১২০ কোটি


13. কাঙ্খিত উদ্ভিদ কোষে জিন স্থানান্তরে ব্যবহার করা হয়  -
ক) E coli
খ) Bacillus
গ) Agrobacterium
ঘ) Pseudomonas

14. নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী  -
ক) ক্রিস্টাল প্রোটিন জিন
খ) অঙ্কোজিন
গ) লিথাল জিন
ঘ) নিফ জিন

15. মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কত নং ক্রোমোজোমে ?
ক) ১০
খ) ১১
গ) ২১
ঘ) ২২

16. EPO এক প্রকার -
ক) হরমোন
খ) এনজাইম
গ) সার
ঘ) কীটনাশক


17. পরিবেশকে দূশন মুক্ত করে -
ক) E coli
খ) Bacillus
গ) Agrobacterium
ঘ) Pseudomonas

18. Kary Mulis এর আবিষ্কার -
ক) Interferon
খ) GTP
গ) PCR
ঘ) TPA


19. প্রথম ক্লোন প্রানীর জন্ম কত সালে  ?
ক) 1953
খ) 1982
গ) 1984
ঘ) 1996


20. অগ্নাশয় থেকে নিঃসৃত হয়  -

 i) সোমাটোস্ট্যাটিন    ii) গ্লুকাগন   iii) ইনসুলিন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


21. বিটি বেগুনে কিসের জিন আছে   ?
ক) ভাইরাস
খ) Escherichia
গ) Agrobacterium
ঘ) Bacillus


22. ব্যাকটেরিয়ায় হয় -

 i) ট্রান্সফরমেশান    ii) ট্রান্সডাকশান    iii) ট্রান্সলেশান

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


23. ইনসুলিনের জিনে কতটি নিউক্লিওটাইড   ?
ক) ২১
খ) ৩০
গ) ৫১
ঘ) ১৫৩

24. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে প্রয়োজন হয়  -

 i) রিপ্রোডাকটিভ ক্লোনিং   ii) টিস্যু কালচার   iii) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


25. জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক কে ?
ক) মাকসুদুল আলম
খ) এস জে সিঙ্গার
গ) এফ সেঙ্গার
ঘ) জেমস ওয়াটসন

আরও দেখুন

 1. Chapter 1 MCQ

 2.  Chapter 2 MCQ

 3.  Chapter 4 MCQ

 4.  Chapter 7 MCQ

5.   Chapter 8 MCQ

6.  Chapter 9 MCQ

7.  Chapter 11 MCQ


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall


প্রথমে নিজে উত্তর দাও । তারপর 

এখানে  সঠিক উত্তর মিলিয়ে নাও

 

Biology Helpline

#biologyhelpline