SSC Biology chapter 9
দৃঢ়তা প্রদান ও চলন MCQ
1. ফ্যালাঞ্জেস বিদ্যমান -
i) বক্ষ পিঞ্জরে ii) হাতে iii) পায়ে
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
2. যোজক টিস্যু -
i) অস্থি ii) রক্ত iii) লিগামেন্ট
কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
3. কব্জা সন্ধি যেখানে বিদ্যমান -
i) জানু ii) মেরুদন্ড iii) কনুই
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
4. অস্টিওপোরোসিসের কারন -
i) অতিরিক্ত ওজন ii) আর্থ্রাইটিস iii) স্টেরয়েডযুক্ত ঔষধ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
5. দেহের অতিরিক্ত ওজনের সাথে সংশ্লিষ্ট -
i) হার্ট অ্যাটাক ii) বৃক্কে পাথর iii) লিউকেমিয়া
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
6. শারীরিক পরিশ্রম না করলে হতে পারে-
i) অস্টিওপোরোসিস ii) হার্ট অ্যাটাক iii) কোষ্ঠকাঠিন্য
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
7. স্থিতিস্থাপক কঙ্কাল যোজক টিস্যুতে আছে -
i) কন্ড্রিওসাইট ii) কন্ড্রিওব্লাস্ট iii) ল্যাকিউনি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
8. কঙ্কালের কাজ -
i) রক্তকনিকা উৎপাদন ii) খাদ্যসার পরিবহন iii) খনিজ লবণ সঞ্চয়
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
9. তন্তুময় -
i) পেরিকন্ড্রিয়াম ii) রেনাল ক্যাপসুল iii) লিগামেন্ট
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
10. আর্টিকুলার ক্যাপসুলে আছে -
i) দৃঢ় অস্থি ii) তন্তুময় ঝিল্লী iii) সাইনোভিয়াল ঝিল্লী
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
11. স্কন্ধচক্রের অস্থি -
i) স্ক্যাপুলা ii) ক্ল্যাভিকল iii) স্টার্নাম
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
12. Synovial fluid যেখানে বিদ্যমান -
i) জানু সন্ধি ii) করোটিকা iii) উরু সন্ধি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
13. যে যোজক টিস্যু পেশিকে হাড়ের সাথে যুক্ত করে তা -
i) পীত তন্তু নিয়ে গঠিত ii) কম স্থিতিস্থাপক iii) খুবই শক্ত
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
14. Osteoporosis প্রতিরোধের উপায় -
i) আঁশযুক্ত খাবার গ্রহণ ii) ভারী কাজ থেকে বিরত থাকা iii) নিয়মিত ব্যায়াম করা
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
15. অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে ফুলে গেলে আমাদের করনীয় -
i) হালকা ব্যায়াম করা ii) কুসুম গরম স্যাক নেওয়া iii) ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
16. আশযুক্ত খাবার গ্রহণ প্রতিরোধ করে -
i) গেঁটেবাত ii) কোষ্ঠকাঠিন্য iii) অস্টিওপোরোসিস
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
17. হাতের কনুই এর অস্থিসন্ধি -
i) পূর্ন সচল অস্থিসন্ধি ii) কব্জা সন্ধি iii) সাইনোভিয়াল সন্ধি
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
18. পেশী বন্ধনীতে বিদ্যমান প্রোটিন -
i) মায়োসিন ii) ইলাস্টিন iii) টিউবিউলিন
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
19. কানের পিনায় বিদ্যমান কঙ্কাল যোজক টিস্যুর মাতৃকা কী রঙের -
ক) হালকা নীল
খ) হলুদ
গ) লাল
ঘ) বাদামি
20. মাথার খুলিতে আছে -
ক) পর্শুকা
খ) কশেরুকা
গ) ম্যাক্সিলা
ঘ) আর্টিকুলার ক্যাপসুল
21. কশেরুকা কোথায় ?
ক) মেরুদন্ডে
খ) মাথায়
গ) বক্ষপিঞ্জরে
ঘ) পায়ে
22. কনুই বাঁকা করতে -
i) বাইসেপস প্রসারিত হয় ii) বাইসেপস সংকুচিত হয় iii) ট্রাইসেপস প্রসারিত হয়
কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
23. জানুর অস্থি -
ক) প্যাটেলা
খ) টার্সাল
গ) ইলিয়াম
ঘ) আলনা
24. দুটি ফ্যালাঞ্জেস এর সংযোগস্থলে সৃষ্টি হয় না
ক) কব্জা সন্ধি
খ) বল ও কোটর সন্ধি
গ) সাইনোভিয়াল সন্ধি
ঘ) পূর্ন সচল অস্থিসন্ধি
25. দেহের সবচেয়ে দৃঢ় কলায় কত ভাগ পানি ?
ক) ৩০ - ৪০
খ) ৪০ - ৫০
গ) ৫০ - ৬০
ঘ) ৮০ - ৯০
আরও দেখুন. Chapter 11 MCQ
প্রথমে নিজে উত্তর দিন। এরপর