life cycle of malaria parasite


ম্যালেরিয়ার জীবাণু 

জীবন চক্র

life cycle of malaria parasite

ম্যালেরিয়ার জীবাণু Plasmodium 

ইহা একটি এক কোষী, প্রকৃত কোষী অনুজীব

এই গন এর প্রায় ৬০ টি প্রজাতি আছে। 

মাত্র ৪টি প্রজাতি মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। 

১/ Plasmodium vivax

২/ Plasmodium falciparum

৩/ Plasmodium ovale

৪/ Plasmodium malariae 

 

ম্যালেরিয়ার জীবাণু একটি পরজীবী

এর দুটি পোষক। মানুষ এবং অ্যানোফিলিস মশকী 


সাইজোগনি : 

ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরে যে অযৌন প্রজনন সম্পন্ন করে 

 

সাইজোগনি দুই প্রকার । যথা -

১/ হেপাটিক সাইজোগনি : 

ম্যালেরিয়ার জীবাণু মানুষের যকৃতে যে অযৌন প্রজনন সম্পন্ন করে, তাকে হেপাটিক সাইজোগনি বলে।

ম্যালেরিয়ার জীবাণু স্পোরোজয়েট দশায় যকৃতে প্রবেশ করে এবং মেটাক্রিপ্টোমেরোজয়েট দশায় যকৃত থেকে বের হয়

২/ এরিথ্রোসাইটিক সাইজোগনি : 

ম্যালেরিয়ার জীবাণু মানুষের লোহিত রক্ত কণিকায় যে অযৌন প্রজনন সম্পন্ন করে, তাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি বলে।

মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট লোহিত কণিকায় প্রবেশ করে এবং গ্যামিটোসাইট দশায় বের হয়। 

এরপর এই গ্যামিটোসাইট মশকীর দেহে প্রবেশ করে 

 

গ্যামিটোগনি : 

ম্যালেরিয়ার জীবাণু মশকীর ক্রপের ভিতরে যে যৌন প্রজনন সম্পন্ন করে, তাকে গ্যামেটোগনি বলে।  

স্পোরোগনি : 

ম্যালেরিয়ার জীবাণু মশকীর ক্রপের বাইরের দেয়ালে যে অযৌন প্রজনন সম্পন্ন করে, তাকে স্পোরোগনি বলে।

স্পোরোগনির ফলে উৎপন্ন হয় স্পোরোজয়েট 

এই স্পোরোজয়েট‌ই মানুষের শরীরে প্রবেশ করে 

মশকীর দেহে উৎপন্ন জাইগোট, উওকিনেট এবং উসিস্ট হলো ডিপ্লয়েড। আর বাকি সকল দশাই হ্যাপ্লয়েড 

ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার মধ্যে পর্যায়ক্রমিকভাবে আবর্তন চলতে থাকে ।

 

জনুক্রম : 

কোন জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে ।

 malaria parasite life cycle

 বিস্তারিত এই ভিডিওতে

 

 আর‌ও দেখুন

জীববিজ্ঞান ১ম পত্র  

Chapter 4 MCQ



আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall

#biologyhelpline