চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা

 SSC Biology

চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা

 

বহুনির্বাচনী প্রশ্ন


1. গ্যামেটোফাইটের প্রথম কোষ -
ক) জাইগোট
খ) গ্যামেট
গ) স্পোর
ঘ) গৌন কেন্দ্রিকা

 2. কোন টিস্যুতে ফাইব্রোব্লাস্ট বিদ্যমান ?
ক) আবরনী
খ) যোজক
গ) পেশি
ঘ) স্নায়ু

3. আমাদের কোষে বিদ্যমান প্রোটিন  ?
ক) স্টার্চ
খ) গ্লাইকোজেন
গ) মায়োসিন
ঘ) সেলুলোজ

4. বিবর্তন তত্ত্বের ভিত্তিতে নতুন প্রজাতি সৃষ্টির উপায় -

 i) Isolation     ii) Hybridisation    iii) Polyploidy

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


5. নাইট্রোজেনগঠিত উপাদান -

 i) অ্যামিনো এসিড    ii) ইউরিক এসিড   iii) গুয়ানিন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


 6. শ্বেত কনিকা উৎপাদন করে  -

 i) এন্টিজেন    ii) হেপারিন     iii) হিস্টামিন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


7. ইক্ষু উদ্ভিদে হয়   -

 i) ক্যালভিন চক্র   ii) ক্রেবস চক্র   iii) হ্যাচ ও স্ল্যাক চক্র

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


8. শিমুল ফুলে বিদ্যমান   -

 i) আকর্ষণীয় রঙ     ii) বহু গুচ্ছ পরাগ দন্ড   iii) পালকের ন্যায় গর্ভমুন্ড

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


9.  পেশিতে আছে -

 i) ইন্টারভার্টিব্রাল ডিস্ক    ii) সারকোলেমা    iii) মায়োফাইব্রিল

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


10. বৃক্কের গাঠনিক এককের অংশ নয় -
ক) হেনলির লূপ
খ) বোম্যানস ক্যাপসুল
গ) সংগ্রাহক নালিকা
ঘ) প্যাচানো নালিকা  


11. বৃক্কাকার নিউক্লিয়াস বিশিষ্ট কোষ -
ক) নিউট্রোফিল
খ) বেসোফিল
গ) মনোসাইট
ঘ) লিম্ফোসাইট

12. ট্রানজিশনাল আবরনী টিস্যু বিদ্যমান মেরুদন্ডী প্রানীদের -
ক) বৃক্কে
খ) ত্বকে
গ) অন্ত্রে
ঘ) শ্বাস নালীতে


13. একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ -
ক) সিভকোষ
খ) ভেসেল
গ) ঐচ্ছিক পেশি কোষ
ঘ) নিউরন


14. পরিপাক হয় না -

 i) নিউক্লিক এসিড     ii) ফ্যাটি এসিড   iii) গ্লুকোজ

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


15. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে -


 i) সুপ্রারেনাল    ii) অমরা   iii) থাইরয়েড

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


16. গর্ভযন্ত্রে বিদ্যমান -

 i) প্রতিপাদ কোষ   ii) ডিম্বানু    iii) সহকারী কোষ

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


17. O পজিটিভ রক্তে বিদ্যমান -
ক) অ্যান্টিবডি a
খ) অ্যান্টিজেন A
গ) অ্যান্টিজেন B
ঘ) Rh ফ্যাক্টর


18. একটি জনন কোষে সেক্স ক্রোমোজোম কয়টি ?
ক) ১ টি
খ) ১ জোড়া
গ) ২৩ টি
ঘ) ২৩ জোড়া


19. কোন টিস্যু বিভিন্ন প্রকার রক্ত কনিকা উৎপাদন করে ?
ক) তরল যোজক টিস্যু
খ) ফাইব্রাস যোজক টিস্যু
গ) কঙ্কাল যোজক টিস্যু
ঘ) গ্রন্থি আবরনী টিস্যু  



20. উদ্ভিদে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় -

 i) শুক্রানু   ii) স্ত্রীরেনু    iii) পরাগরেণু

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 

 

21. হ্যাপ্লয়েড কোষ -

 i) জেনারেটিভ কোষ   ii) ভিত্তি কোষ   iii) সহকারী কোষ

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 

 

22. সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে -

 i) আলো    ii) কার্বন ডাই অক্সাইড    iii) অক্সিজেন

কোনটি সঠিক? ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 

 

23. আকড়ে ধরার উপযোগী হাত কার বৈশিষ্ট্য ?
ক) Hominidae
খ) Primate
গ) Homo
ঘ) Chordata

24. শ্বসন নিয়ে আলোচনা হয় কোন শাখায় ?
ক) Embryology
খ) Entomology
গ) Ecology
ঘ) Physiology

25. ভ্রুন সৃষ্টি হয় কোন কোষ থেকে ?
ক) সহকারী কোষ
খ) প্রতিপাদ কোষ
গ) এপিক্যাল কোষ
ঘ) ভিত্তি কোষ


সৃজনশীল প্রশ্ন


1. প্রকৃত কোষী স্বভোজী জীবের একটি অঙ্গানুর A অংশে আলোর প্রয়োজন হয় কিন্তু B অংশে আলোর প্রয়োজন হয় না  -
ক) ফটোলাইসিস কী ?
খ) আলো কিভাবে শ্বসনকে প্রভাবিত করে ?
গ) A অংশে সংঘটিত পর্যায় বর্ননা কর ।
ঘ) B অংশের দুটি চক্র ব্যাখ্যা কর ।

 2. P : ডিম্বক  এবং  Q : দ্বিনিষেক
ক) অমরা কী ?
খ) প্রজননে পিটুইটারির ভূমিকা কী ?
গ) Q তে উৎপন্ন কোষগুলোর পরিনতি বর্ননা কর।
ঘ) P তে গ্যামেটোফাইট সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা কর ।

3. Homo sapiens
ক) উদ্দীপকের নামকরণ কত সালে করা হয় ?
খ) নেস্টেড হায়ারার্কি বলতে কী বোঝ ?
গ) উদ্দীপকের জীবটির জগতের বৈশিষ্ট্য লিখ।
ঘ) জীবটির শ্রেনিবিন্যাসের বিভিন্ন ধাপ ব্যাখ্যা কর।

4. এক প্রকার জটিল টিস্যু উদ্ভিদে খাদ্য পরিবহন করে। আরেক প্রকার জটিল টিস্যুর এক প্রকার কোষের প্রান্তীয় প্রাচীর গলে নলের মতো অঙ্গের সৃষ্টি হয়।
ক) Gymnosperm কী ?
খ) কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কেমন ?
গ) প্রথমে উল্লেখিত টিস্যুর চিন্হিত চিত্র অঙ্কন কর ।
ঘ) উদ্দীপকের কোষের গঠন ও কাজ ব্যাখ্যা কর।

 5. বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি থেকে নিঃসৃত রস নালির মাধ্যমে পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশে পৌঁছে।
ক) ডাইব্যাক রোগের লক্ষণ কী ?
খ) রাফেজ গুরুত্বপূর্ণ কেন ?
গ) উদ্দীপকের গ্রন্থির কাজ বর্ননা কর।
ঘ) পৌষ্টিক নালির উল্লেখিত অংশে খাদ্য পরিপাক ব্যাখ্যা কর। 

6. আমাদের দেহে লাল বর্নের এক প্রকার তরল টিস্যু বিদ্যমান। একটি অঙ্গের অবিরাম সংকোচন প্রসারণের ফলে এই তরল সারা দেহে পরিবাহিত হয়।
ক) ল্যাকটিয়েল কী ?
খ) কোলেস্টেরল এর উপকারি ভূমিকা কি কি ?
গ) উদ্দীপকের অঙ্গটির গঠন বর্ণনা কর ।
ঘ) এই অঙ্গের মাধ্যমে তরলটির সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

7. আমাদের একটি অঙ্গ দেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেনগঠিত বর্জ্য পদার্থকে দেহ থেকে বের করে দেয়।
ক) ইমপ্ল্যান্টেশান কী ?
খ) BMI এবং BMR বলতে কী বোঝ ?
গ) উদ্দীপকের অঙ্গটির গাঠনিক এককের সচিত্র বর্ণনা দাও।
ঘ) অঙ্গটি স্থায়ীভাবে বিকল হলে বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য নিষ্কাশনের উপায় ব্যাখ্যা কর।

8. জীবদেহে পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত দুটি যৌগ আছে। এদের মধ্যে একটি যৌগের দ্বিসূত্রি কাঠামো আবিষ্কৃত হয় 1953 সালে।
ক) অ্যালিল কী ?
খ) ফসফরাসের অভাবে উদ্ভিদে কি কি লক্ষণ দেখা দেয় ?
গ) উদ্দীপকের যৌগ দুটির মধ্যে পার্থক্য লিখ।
ঘ) দ্বিসূত্রী কাঠামো অনুসারে যৌগটির গঠন ব্যাখ্যা কর। 

 

আরও দেখুন- SSC Biology Test Exam


#biologyhelpline
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
 
 
 

প্রথমে নিজে উত্তর দিন। এরপর

এখানে সঠিক উত্তর মিলিয়ে নিন