ভৌম পুষ্প দন্ড
কিছু উদ্ভিদের কান্ড থাকে মাটির নিচে।
এদের ফুল ফোটার সময় সেই মাটির নিচের কান্ড থেকে একটি দন্ড বের হয়ে আসে। এই দন্ডের মাথায় ফুল বা পুষ্প মঞ্জুরী সৃষ্টি হয়।
মাটির নিচের কান্ড থেকে বের হয়ে আসে এই পুষ্পদন্ড কেই ভৌম পুষ্পদন্ড বলে।
যেমন কলাবতী উদ্ভিদের ভৌম পুষ্পদন্ড
এমনিভাবে কলা গাছেও ভৌম পুষ্পদন্ড সৃষ্টি হয়।
যাকে আঞ্চলিক ভাষায় আমরা আইলকা বলি।
এর মাথায় পুষ্প মঞ্জুরী সৃষ্টি হয় যা পরে কলার ছড়ায় পরিনত হয়
বিস্তারিত এই ভিডিওতে
জীববিজ্ঞান ১ম পত্র
7. Chapter 11 MCQপ্রথমে নিজে উত্তর দাও । তারপর
এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও
জীববিজ্ঞান ২য় পত্র
#biologyhelpline