SSC Biology chapter 10

সমন্বয় MCQ



1. মায়েলিন কোন টিস্যুতে -
ক) আবরনী
খ) যোজক 
গ) পেশী
ঘ) স্নায়ু


2. ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি
ক) বাকানি রোগের জীবানু
খ) আলসারের জীবানু
গ) আমাশয়ের জীবানু
ঘ) ডায়রিয়ার জীবাণু


3. এখনো শনাক্ত করা যায়নি -

 i) ফ্লোরিজেন   ii) ইথিলিন    iii) ভার্নালিন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


4.  কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ -

 i) সুষুম্নাকান্ড   ii) করোটিকা স্নায়ু    iii) মস্তিষ্ক

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii

 
5. প্রান্তীয় স্নায়ুতন্ত্রে বিদ্যমান -
ক) সুষুম্নাকান্ড
খ) সুষুম্না স্নায়ু
গ) সেরিবেলাম
ঘ) সেরিব্রাম

 6.  বয়স বৃদ্ধির সাথে সাথে যে গ্রন্থিটি ছোট হয়ে যায় তার অবস্থান কোথায় ?
ক) জিহ্বার নিচে
খ) মস্তিষ্কের তলদেশে
গ) বুকে
ঘ) বৃক্কের উপরে


 7. Chemical Messenger হলো  -

 i) পিটুইটারি   ii) ইনসুলিন  iii) গ্লুকাগন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii

 
8. মিশ্র গ্রন্থি থেকে নিঃসৃত হয় না -
ক) ইনসুলিন
খ) থাইরক্সিন
গ) অ্যামাইলেজ
ঘ) ট্রিপসিন
 
 
9. ফুল ফোটার জন্য ৮ থেকে ১০ ঘন্টা আলো প্রয়োজন -
ক) লেটুস
খ) ঝিঙ্গা
গ) ডালিয়া
ঘ) শসা
 

 10. প্রোসেনসেফালনে বিদ্যমান -
 i) সেরিবেলাম    ii) হাইপোথ্যালামাস    iii) থ্যালামাস

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


 

11. কোনটি সম্পূর্ণরূপে স্থান পরিবর্তন করতে পারে?
ক) ইস্ট
খ) নিটাম 

গ) ভলভক্স

ঘ) পেনিসিলিয়াম



12. বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়  -

i) অক্সিন     ii) জিবেরেলিন     iii) ইথিলিন

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii



13. কিসের অভাবে হাত পা কাঁপতে থাকে
ক) ফেরোমন
খ) ইথিলিন
গ) ডোপামিন
ঘ) টায়ালিন


14. দেহের ভারসাম্য রক্ষা করে -
ক) মেরুরজ্জু
খ) সেরিবেলাম
গ) সেরিব্রাম
ঘ) মেরুদন্ড


15.  মানসিক চাপ কমাতে সাহায্য করে -
ক) থাইমাস
খ) থাইরয়েড
গ) অ্যাড্রেনাল
ঘ) প্যারোটিড

 
16. কোনটি সম্পূর্ণরূপে ভিন্ন ?

ক) থাইমাস
খ) প্যারোটিড
গ) সুপ্রারেনাল
ঘ) থাইরয়েড

17. Cell Body এর সাইটোপ্লাজমে বিদ্যমান   -

 i) গ্লাইকোজেন    ii) স্টার্চ    iii) চর্বি

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


18.  Autonomic Nervous System দ্বারা নিয়ন্ত্রিত -

 i) জিহ্বা     ii) অন্ত্র     iii) অগ্নাশয়

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


19. আমাদের মাথায় আছে -

 i) হাইপোফাইসিস    ii) প্যারোটিড    iii) হাইপোথ্যালামাস

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii


20.  মেরুদন্ডের ভিতর থেকে স্নায়ু বের হয়েছে
 কয়টি ?
ক) ১২ জোড়া
খ) ২৩ টি 
গ) ২৩ জোড়া
ঘ) ৩১ জোড়া

 
21. Hind brain এ বিদ্যমান -

 i) পনস  ii) সেরিবেলাম   iii) মেরুরজ্জু

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii  


22. মেডুলা অবলঙ্গাটা থেকে কয় জোড়া স্নায়ু উৎপন্ন -
ক) ৮
খ) ১২
গ) ২৩
ঘ) ৩১


23. প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে  -
ক) থ্যালামাস
খ) হাইপোথ্যালামাস
গ) মেরুরজ্জু
ঘ) মেডুলা অবলঙ্গাটা


24. দিনের আলোর দৈর্ঘ্য কোন উদ্ভিদের ফুল ফোটায় প্রভাব ফেলে না ?
ক) ডালিয়া
খ) ঝিঙ্গা
গ) শসা
ঘ) চন্দ্রমল্লিকা

25. 
মিশ্র গ্রন্থির ভূমিকা -

 i) পরিপাকে  ii) প্রোটিন বিপাকে  iii) ডায়াবেটিসে

কোনটি সঠিক?
ক) i, ii  খ) i, iii  গ) ii, iii  ঘ) i, ii, iii 


আরও দেখুনChapter 11 MCQ


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Fb Profile :  Classical Homeo Hall

#biologyhelpline

প্রথমে নিজে উত্তর দাও । তারপর

এখানে সঠিক উত্তর মিলিয়ে নাও