Biology 2nd paper chapter 1
প্রানীর বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস নোট
2nd paper chapter 1 MCQ
জীববিজ্ঞানের জনক -
গ্রিক দার্শনিক এরিস্টটল
উদ্ভিদ বিজ্ঞানের জনক -
থিওফ্রাস্টাস
প্রানিবিজ্ঞানের জনক -
এরিস্টটল
পরজীবী : Parasite
যে জীব অন্য জীবের দেহে বাস করে এবং সেই জীব দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তাকে পরজীবী বলে। যেমন- কৃমি, উকুন
মুক্তজীবী : Free Living
যে জীব অন্য জীবের দেহে বাস করে না বরং পরিবেশে মুক্ত অবস্থায় বিরাজ করে, তাদেরকে মুক্তজীবী বলে। যেমন - মানুষ, গরু, ছাগল
জীবদের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত
প্রানিবৈচিত্র্য : Animal diversity
পৃথিবীর সমস্ত প্রানীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত যে ভিন্নতা দেখা যায়, তাকেই প্রানিবৈচিত্র বলে ।
প্রাণীবৈচিত্র্য তিন প্রকার -
১/ জিনগত বৈচিত্র্য
২/ প্রজাতিগত বৈচিত্র্য
৩/ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
প্রানীর শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ-
যেসব বৈশিষ্ট্য বিবেচনা করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় সেগুলো কে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলে।
সংগঠন ক্রম মাত্রা
১/ কোষীয় মাত্রার গঠন - দেহে অসংখ্য কোষ আছে কিন্তু সেগুলো সম্মিলিত ভাবে কোন টিস্যু গঠন করে না। Porifera পর্বের প্রানীগুলো এই ধরনের
২/ কোষ-টিস্যু মাত্রার গঠন - দেহের কোষগুলো টিস্যু গঠন করে কিন্তু বিশেষ কোন অঙ্গ গঠন না । Cnidaria পর্বের প্রানীগুলো এই ধরনের
৩/ টিস্যু-অঙ্গ মাত্রার গঠন - দেহের টিস্যুগুলো বিভিন্ন অঙ্গ গঠন করে। Platyhelminthes পর্বের প্রানীগুলো এই ধরনের
৪/ অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন - দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তন্ত্রসমূহ গঠিত হয়। Nematoda থেকে Chordata পর্যন্ত সকল পর্বের প্রানীগুলো এই ধরনের।
জীবন পদ্ধতি -
মুক্তজীবী :
যে সব জীব অন্য জীবের দেশে বাস করে না বরং পরিবেশে মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্তজীবী বলে। যেমন- গরু, ছাগল, মানুষ
পরজীবী :
যেসব জীব অন্য জীবের দেহে বাস করে এবং সেই দেহ থেকে পুষ্টি শোষণ করে, তাদেরকে পরজীবী বলে। যেমন- কৃমি
ক্লিভেজ ও ভ্রূণের বিকাশ :
অ্যানিমেল পোল : Animal pole
ডিম্বানু ও জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস অবস্থান করে, তাকে অ্যানিমেল পোল বলে ।
ভেজিটাল পোল : vegetal pole
ডিম্বানু ও জাইগোটের যে প্রান্তে কুসুম অবস্থান করে, তাকে ভেজিটাল পোল বলে ।
ক্লিভেজ : cleavage
জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বা সম্ভেদ বলে ।
হলোব্লাস্টিক ক্লিভেজ : Holoblastic cleavage
যে ক্লিভেজের সময় জাইগোট সম্পূর্ন বিভাজিত হয়, তাকে হলোব্লাস্টিক ক্লিভেজ বলে।
মেরোব্লাস্টিক ক্লিভেজ : Meroblastic cleavage
যে ক্লিভেজের সময় জাইগোট আংশিক বিভাজিত হয়, তাকে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে।
ব্লাস্টোমিয়ার :
জাইগোটের বিভাজনের ফলে উতপন্ন কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে
ভ্রুনস্তর :
প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন এর সময় গ্যাস্ট্রুলা দশায় কোষ গুলো যে সুনির্দিষ্ট কয়েকটি স্তরে সজ্জিত হয়, সেগুলোকে ভ্রুনস্তর বলে
দ্বিস্তরী প্রাণীদের ভ্রুনে দুইটি স্তর সৃষ্টি হয় - এক্টোডার্ম ও এন্ডোডার্ম
দ্বিস্তরী প্রানীদের পর্ব - Cnidaria ও Ctenophora
ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণের তিনটি স্তর গঠিত হয় - এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম
ত্রিস্তরী প্রানীদের পর্ব - Platyhelminthes থেকে Chordata পর্যন্ত
প্রতিসাম্য
প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুই পাশে সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে প্রতিসাম্য বলে
প্রান্তিকতা
সম্মুখ - Anterior
পশ্চাৎ - Posterior
পৃষ্ঠীয় - Dorsal
অঙ্কীয় - Ventral
পার্শ্বীয় - Lateral
নিকটবর্তী - Proximal
দূরবর্তী - Distal
সিলোম
দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত গহবরকে সিলোম বলে
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস :
প্রানিজগতের প্রধান পর্ব ৯ টি -
1 : Porifera
2 : Cnidaria
3 : Platyhelminthes
4 : Nematoda
5 : Mollusca
6 : Annelida
7: Arthropoda
8 : Echinodermata
9 : Chordata
কর্ডাটা পর্ব ৩টি উপপর্বে বিভক্ত -
1 : Eurochordata - নটোকর্ড থাকে শুধু লার্ভা অবস্থায়
2 : cephalochordata - নটোকর্ড থাকে সারা জীবন
3 : Vertebrata - নটোকর্ড মেরুদন্ডে পরিনত হয়
Vertebrata উপপর্বের প্রানীতে নটোকর্ড মেরুদন্ডে পরিনত হয়। তাই এই উপপর্বের প্রানীগুলোকে বলা হয় মেরুদন্ডী প্রানী।
মেরুদন্ডী প্রাণীগুলো মোট ৯টি শ্রেণীতে বিভক্ত -
চোয়াল বিহীন মেরুদন্ডীদের দুটি শ্রেনি -
1 : Myxini
2 : Petromyzontida
চোয়াল বিশিষ্ট মেরুদন্ডীদের ৭টি শ্রেনি -
3 : Chondrichthyes
4 : Actinopterygii
5 : Sarcopterygii
6 : Amphibia
7 : Reptilia
8 : Aves
9 : Mammalia
2nd paper chapter 2 (Hydra) Notes
Website: Biology Helpline
স্বাস্থ্য সুরক্ষায়
animal diversity, animal diversity and classification, animal diversity zoology, animal diversity and taxonomy, animal diversity and evolution, animal diversity and ecology, animal diversity and classification of organisms