HSC Biology 2nd paper chapter 1

 Biology 2nd paper chapter 1

প্রানীর বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস নোট


2nd paper chapter 1 MCQ


জীববিজ্ঞানের জনক

গ্রিক দার্শনিক এরিস্টটল 


উদ্ভিদ বিজ্ঞানের জনক

থিওফ্রাস্টাস


প্রানিবিজ্ঞানের জনক - 

এরিস্টটল  


পরজীবী : Parasite 

যে জীব অন্য জীবের দেহে বাস করে  এবং সেই জীব দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, তাকে পরজীবী বলে। যেমন- কৃমি, উকুন


মুক্তজীবী : Free Living 

যে জীব অন্য জীবের দেহে বাস করে না বরং পরিবেশে মুক্ত অবস্থায় বিরাজ করে, তাদেরকে মুক্তজীবী বলে। যেমন - মানুষ, গরু, ছাগল 


জীবদের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত 



প্রানিবৈচিত্র্য : Animal diversity 

পৃথিবীর সমস্ত প্রানীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত যে ভিন্নতা দেখা যায়, তাকেই প্রানিবৈচিত্র বলে ।

প্রাণীবৈচিত্র্য তিন প্রকার - 

১/ জিনগত বৈচিত্র্য 

২/ প্রজাতিগত বৈচিত্র্য 

৩/ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য


প্রানীর শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ-

যেসব বৈশিষ্ট্য বিবেচনা করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় সেগুলো কে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলে।

সংগঠন ক্রম মাত্রা 

১/ কোষীয় মাত্রার গঠন - দেহে অসংখ্য কোষ আছে কিন্তু সেগুলো সম্মিলিত ভাবে কোন টিস্যু গঠন করে না। Porifera পর্বের প্রানীগুলো এই ধরনের 

২/ কোষ-টিস্যু মাত্রার গঠন - দেহের কোষগুলো টিস্যু গঠন করে কিন্তু বিশেষ কোন অঙ্গ গঠন না । Cnidaria পর্বের প্রানীগুলো এই ধরনের

৩/ টিস্যু-অঙ্গ মাত্রার গঠন - দেহের টিস্যুগুলো বিভিন্ন অঙ্গ গঠন করে। Platyhelminthes পর্বের প্রানীগুলো এই ধরনের

৪/ অঙ্গ-তন্ত্র মাত্রার গঠন - দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তন্ত্রসমূহ গঠিত হয়। Nematoda থেকে Chordata পর্যন্ত সকল পর্বের প্রানীগুলো এই ধরনের।


জীবন পদ্ধতি -


মুক্তজীবী : 

যে সব জীব অন্য জীবের দেশে বাস করে না বরং পরিবেশে মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্তজীবী বলে। যেমন- গরু, ছাগল, মানুষ


পরজীবী : 

যেসব জীব অন্য জীবের দেহে বাস করে এবং সেই দেহ থেকে পুষ্টি শোষণ করে, তাদেরকে পরজীবী বলে। যেমন- কৃমি


ক্লিভেজ ও ভ্রূণের বিকাশ : 


অ্যানিমেল পোল : Animal pole 

ডিম্বানু ও জাইগোটের যে প্রান্তে নিউক্লিয়াস অবস্থান করে, তাকে অ্যানিমেল পোল বলে ।


ভেজিটাল পোল : vegetal pole 

ডিম্বানু ও জাইগোটের যে প্রান্তে কুসুম অবস্থান করে, তাকে ভেজিটাল পোল বলে ।


ক্লিভেজ : cleavage 

জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বা সম্ভেদ বলে ।


 হলোব্লাস্টিক ক্লিভেজ : Holoblastic cleavage 

যে ক্লিভেজের সময় জাইগোট সম্পূর্ন বিভাজিত হয়, তাকে হলোব্লাস্টিক ক্লিভেজ বলে।


মেরোব্লাস্টিক ক্লিভেজ : Meroblastic cleavage 

যে ক্লিভেজের সময় জাইগোট আংশিক বিভাজিত হয়, তাকে মেরোব্লাস্টিক ক্লিভেজ বলে।


ব্লাস্টোমিয়ার : 

জাইগোটের বিভাজনের ফলে উতপন্ন কোষগুলোকে ব্লাস্টোমিয়ার বলে 


ভ্রুনস্তর :

প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন এর সময় গ্যাস্ট্রুলা দশায় কোষ গুলো যে সুনির্দিষ্ট কয়েকটি স্তরে সজ্জিত হয়, সেগুলোকে ভ্রুনস্তর বলে 

দ্বিস্তরী প্রাণীদের ভ্রুনে দুইটি স্তর সৃষ্টি হয় - এক্টোডার্ম ও এন্ডোডার্ম 

দ্বিস্তরী প্রানীদের পর্ব - CnidariaCtenophora

ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণের তিনটি স্তর গঠিত হয় - এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম 

ত্রিস্তরী প্রানীদের পর্ব - Platyhelminthes থেকে Chordata পর্যন্ত 



প্রতিসাম্য 

প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুই পাশে সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে প্রতিসাম্য বলে


প্রান্তিকতা 

সম্মুখ - Anterior

পশ্চাৎ - Posterior

পৃষ্ঠীয় - Dorsal

অঙ্কীয় - Ventral

পার্শ্বীয় - Lateral

নিকটবর্তী - Proximal

দূরবর্তী - Distal


সিলোম 

দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী পেরিটোনিয়াম পর্দা দ্বারা বেষ্টিত গহবরকে সিলোম বলে


প্রাণিজগতের শ্রেণিবিন্যাস :


প্রানিজগতের প্রধান পর্ব ৯ টি -

1 :  Porifera 

2 :  Cnidaria 

3 : Platyhelminthes 

4 : Nematoda 

5 : Mollusca 

6 : Annelida 

7: Arthropoda 

8 : Echinodermata 

9 : Chordata 


কর্ডাটা পর্ব ৩টি উপপর্বে বিভক্ত -

1 : Eurochordata - নটোকর্ড থাকে শুধু লার্ভা অবস্থায়

2 : cephalochordata - নটোকর্ড থাকে সারা জীবন

3 : Vertebrata - নটোকর্ড মেরুদন্ডে পরিনত হয়

Vertebrata উপপর্বের প্রানীতে নটোকর্ড মেরুদন্ডে পরিনত হয়। তাই এই উপপর্বের প্রানীগুলোকে বলা হয় মেরুদন্ডী প্রানী।  

 

মেরুদন্ডী প্রাণীগুলো মোট ৯টি শ্রেণীতে বিভক্ত - 


চোয়াল বিহীন মেরুদন্ডীদের দুটি শ্রেনি -

1 :  Myxini 

2 : Petromyzontida 


চোয়াল বিশিষ্ট মেরুদন্ডীদের ৭টি শ্রেনি -

3 :  Chondrichthyes 

4 : Actinopterygii 

5 :  Sarcopterygii 

6 : Amphibia 

7 :  Reptilia 

8 :  Aves 

9 :  Mammalia


  2nd paper chapter 2 (Hydra) Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

animal diversity, animal diversity and classification, animal diversity zoology, animal diversity and taxonomy, animal diversity and evolution, animal diversity and ecology, animal diversity and classification of organisms