HSC Biology 2nd paper chapter 4

 Biology 2nd paper chapter 4

রক্ত ও সঞ্চালন নোট


2nd paper chapter 4 MCQ


রক্ত (Blood) 


রক্তরস (Plasma)

রক্তের মাতৃকাই রক্তরস

রক্ত কনিকা (Blood Corpuscle)

রক্তের কোষ 
 

লোহিত রক্তকনিকা (Erythrocyte) 


# শ্বাসরঞ্জক : 

 যেসব রঞ্জক পদার্থ শ্বসন গ্যাস পরিবহন করে, তাদেরকে শ্বাসরঞ্জক বলে। 


# শ্বসন গ্যাস : 

 শ্বসনে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই এদেরকে শ্বসন গ্যাস বলে। 


# আমাদের শ্বাসরঞ্জক এর নাম কি ?

হিমোগ্লোবিন 

 

# হিমোগ্লোবিন কোন ধরনের যৌগ ?

প্রোটিন (ক্রোমোপ্রোটিন) 


# হিমোগ্লোবিনে কতটি পলিপ্যাপটাইড বিদ্যমান ?

৪ টি 


স্টেমকোষ : 

 ভ্রুন অবস্থায় উৎপন্ন যেসকল কোষ আজীবন বিভাজনক্ষম থেকে দেহের  প্রয়োজনে বিভিন্ন প্রকার কোষ  উতপাদন করে, তাদেরকে স্টেম কোষ বলে। 


# স্টেম কোষ কোথায় থাকে ?

লাল অস্থিমজ্জায় 

 

# রক্ত কনিকা উতপাদন প্রক্রিয়াকে কি বলে ?

হিমাটোপয়েসিস (Hematopoiesis) 


# দেহের কোন কোন অঙ্গে রক্তকনিকা তৈরি হয় ?

যকৃত, প্লিহা, লসিকা গ্রন্থি ্ও লাল অস্থিমজ্জা



রক্ত জমাট বাধা বা রক্ত তঞ্চন 

 

# রক্ত তঞ্চনে মোট কতটি ফ্যাক্টর ভুমিকা পালন করে ?

১৩ টি 


# রক্ত তঞ্চনের কোন কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া হয় ।

৮ নং ফ্যাক্টর - অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এবং

৯ নং ফ্যাক্টর - ক্রিস্টমাস ফ্যাক্টর  


# রক্ত তঞ্চনে বাধা দেয় কে ?

হেপারিন 

 

# কোন কোষ থেকে হেপারিন নি:সৃত হয় ?

বেসোফিল ও মাস্ট কোষ থেকে 


হৃদস্পন্দন :

 হৃদপিন্ডের একবার সংকোচন ও একবার প্রসারনকে একত্রে 

 

হার্ট রেট বা পালস রেট : 

প্রতি মিনিটে হৃদস্পন্দনের সংখ্যাকে পালস রেট বলে


লসিকা বা লিম্ফ (Lymph)

টিস্যু গঠনকারি কোষের ফাকে ফাকে যে তরল পদার্থ থাকে তাকে লসিকা বলে

টিস্যু : 

 একই উৎস থেকে উৎপন্ন এবং একই কাজে নিয়োজিত কোষগুচ্ছকে টিস্যু বলে





 

 আরও দেখুন - 2nd paper chapter 5 Notes

 
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

blood circulation of heart, blood circulation of human body, blood circulation, blood circulation in heart steps, blood circulation system, blood circulatory system, blood circulation meaning in bengali