HSC Biology 2nd paper chapter 3


Biology 2nd paper chapter 3

পরিপাক ও শোষন নোট

 

 2nd paper chapter 3 MCQ

 

পরিপাক (digestion) : 

যে  জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু ভেঙ্গে দেহের শোষন উপযোগি সরল উপাদানে পরিনত হয়, তাকে পরিপাক বলে।

 

পেরিস্টালসিস (Peristalsis) : 

পৌষ্টিক নালির দেয়ালের পেশির পর্যায়ক্রমিক সংকোচন প্রসারনের ফলে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালি হয়ে পায়ুর দিকে অগ্রসর হয়, এই প্রক্রিয়াকে পেরিস্টালসিস বলে। 

 

ভিলাই (Villi) : 

ক্ষুদ্রান্ত্রের ভিতরের দেয়াল থেকে সৃষ্ট আঙ্গুলের ন্যায় অভিক্ষেপকে ভিলাই বলে । 


মাইক্রোভিলাই (Microvilli) : 

কোষ ঝিল্লির ভাজকে মাইক্রোভিলাই বলে ।

 

কাইম (Chyme) : 

পাকস্থলির যান্ত্রিক চাপে পিষ্ট অর্ধপাচিত খাবারের সাথে গ্যাস্ট্রিক জুস মিশ্রিত হয়ে ঘন সুপের মতো মিশ্রন সৃষ্টি হয় । খাদ্যের এই অবস্থাকে কাইম বলে। 


কাইল (Chyle) : 

লসিকায় চর্বির পরিমান বেড়ে গেলে তা দুধের মতো সাদা দেখায়। দুধের মতো সাদা এই লসিকাকে কাইল বলে। 


লসিকা (Lymph) : 

কোন টিস্যুর কোষের ফাকে ফাকে অবস্থিত বর্নহীন তরল পদার্থকে লসিকা বলে । 


ল্যাকটিয়েল (Lacteal) : 

ভিলাই এর ভিতরে বিদ্যমান লসিকা নালিকে ল্যাকটিয়েল বলে। 


2nd paper chapter 4 Notes


আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline
 

digestion, digestive system, digestion meaning in bengali, digestive system diagram, digestive enzymes, digestive tract, digestion and absorption, digestion process, digestion of protein, digestion of lipid,