SSC Biology chapter 8

SSC Biology chapter 8

রেচন প্রক্রিয়া নোট


 Chapter 8 MCQ



# রেচন : Excretion 

দেহে বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ সংগ্রহ  ও নিষ্কাশন প্রক্রিয়াকে রেচন বলে।


# বিপাক : Metabolism 

জীবদেহের অভ্যন্তরে যত রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাদের সবগুলোকে একত্রে বিপাক বলে।


রেচন বর্জ্য :

দেহে বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থগুলোকে রেচন বর্জ্য বলে ।


# আমাদের প্রধান রেচন বর্জ্যের নাম কী ?

ইউরিয়া


# আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কী ?

বৃক্ক


# নেফ্রন কী ?

বৃক্কের গঠন ও কাজের একক 

 

# অসমোরেগুলেশন :

দেহে পানি ও খনিজ লবনের ভারসাম্য রক্ষার প্রক্রিয়াকে অসমোরেগুলেশন বলে ।


# কোন উপাদান মূত্রের রং তৈরি করে ?

 

ইউরোক্রোম



হাইলাস কাকে বলে

 বৃক্কের অবতল অংশের ভাজকে হাইলাস বা হাইলাম বলে




SSC Biology chapter 11 Notes


 
আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline