নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য

১/ উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসু অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি হয়। 

গ্যামেটোফাইট = লিঙ্গধর উদ্ভিদ 

গ্যামেটোফাইট :  উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাকে বলা হয় গ্যামেটোফাইট । গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদে গ্যামেট বা জনন কোষ সৃষ্টি হয় ।

স্পোরোফাইট = রেনুধর উদ্ভিদ

উদ্ভিদের ডিপ্লয়েড দশাকে বলা হয় স্পোরোফাইট। স্পোরোফাইট বা রেনুধর উদ্ভিদে স্পোর বা রেনু সৃষ্টি হয় 

স্পোর : স্পোর হলো অযৌন প্রজনন সম্পাদনকারী একক 

হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু : 

যেসব উদ্ভিদে  ২ প্রকার রেনু উৎপন্ন হয় অর্থাৎ  মাইক্রোস্পোর বা পরাগরেনু  এবং মেগাস্পোর বা স্ত্রীরেনু উৎপন্ন হয়, তাদেরকে হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু বলে ।

স্পোরাঞ্জিয়াম : যে অঙ্গে স্পোর উৎপন্ন হয়

সোরাস : স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে

স্পোরোফিল : স্পোরাঞ্জিয়ামকে যে ধারন করে 

মাইক্রোস্পোরোফিল = পুংরেনুপত্র 

মেগাস্পোরোফিল = স্ত্রীরেনুপত্র 

২/ রেনুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। 

স্ট্রোবিলাস : নগ্নবীজী উদ্ভিদে রেনুপত্রগুলো একত্রে যে মোচার ন্যায় গঠন সৃষ্টি করে, তাকে স্ট্রোবিলাস বা কোন বলে

৩/ মেগাস্পোরোফিল-এ কোন গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই। 

৪/ পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়

৫/ ডিম্বক মেগাস্পোরোফিল এর কিনারায় নগ্ন অবস্থায় থাকে

৬/ গর্ভাশয় নেই তাই এদের কোন ফল সৃষ্টি হয় না। 

৭/ ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।

৮/ নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। তাই শ্বাস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। 

৯/ জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না। 

১০/ সকলেই বায়ু পরাগী । 

১১/ জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। 


জনুক্রম : কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। 

হোমোমর্ফিক  জনুক্রম : 
কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার আকার আকৃতি যদি একই রকম হয় তাহলে তাদের পর্যায়ক্রমিক আবর্তনকে হোমোমর্ফিক জনুক্রম বলে।যেমন - এক কোষী ছত্রাক ঈস্ট এর জনুক্রম

হেটেরোমর্ফিক  জনুক্রম : 

কোন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার আকার আকৃতি যদি ভিন্ন রকম হয় তাহলে তাদের পর্যায়ক্রমিক আবর্তনকে হেটেরোমর্ফিক জনুক্রম বলে। যেমন - মস, ফার্ন, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের জনুক্রম 

১২/ সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। 

আর্কিগোনিয়াম : অপুষ্পক উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ। এর মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। 

১৩/ Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য । 


Leaf scar : কান্ড থেকে পাতা ঝরে পড়ার পর কান্ডের গায়ে যে চিহ্ন থাকে তাকে Leaf scar বলে। 

সহবাসী (Monoecious) : দুই প্রকার জনন কোষ একই দেহে উৎপন্ন হয়

ভিন্নবাসী (Diecious) : দুই প্রকার জনন কোষ ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়

স্পোরোফাইটের প্রথম কোষের নাম কি ? 

জাইগোট স্পোরোফাইটের প্রথম কোষ। অর্থাৎ 
জাইগোট থেকে স্পোরোফাইটে সৃষ্টি হয় ।

হোমোস্পোরাস (Homosporous) : যে উদ্ভিদের সকল স্পোর আকার আকৃতিতে একই প্রকার । যেমন - মস, ফার্ন
 
হেটেরোস্পোরাস (Heterosporous) : যে উদ্ভিদে ছোট মাইক্রোস্পোর এবং বড় মেগাস্পোর উতপন্ন হয়। 

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ হেটেরোস্পোরাস বা অসমরেনুপ্রসু ।

মাইক্রোস্পোর বা পরাগরেনু  থেকে  সৃষ্টি হয় পুং গ্যামেটোফাইট

মেগাস্পোর বা স্ত্রীরেনু  থেকে  সৃষ্টি হয় স্ত্রী গ্যামেটোফাইট

গ্যামেটোফাইটের প্রথম কোষের নাম কি ?

 স্পোর বা রেনু গ্যামেটোফাইটের প্রথম কোষ।অর্থাৎ স্পোর থেকে গ্যামেটোফাইট সৃষ্টি হয় ।

 

নগ্নবীজী সম্পর্কে বিস্তারিত 




আরও জানার জন্য -

YouTube :
Biology Helpline
 
Face Book :  Biology Helpline

Website:  Biology Helpline

 

স্বাস্থ্য সুরক্ষায়

 
 
Facebook :  Classical Homeo Hall
#biologyhelpline

Gymnosperms characteristics features, Gymnosperms characteristics in Bangla, gymnosperms characteristics, Gymnosperms in Bangla, Gymnosperms characteristics features